Northwestern_Polytechnical_University (NPU)
ফুললি ফান্ডেড স্কলারশিপ (Admission Open- 2022)
World Ranking: 425 (US News)
: 501 (THE) ✌️
💢 Northwestern Polytechnical University is a well known public University, located in Xi'an, Shaanxi, China. 🇨🇳🌹
👉(NPU) নিয়ে যত কথাই বলি না কেনো,সেটা হয়তো একটু কমই হয়ে যাবে। অনেকে বলবেন ভাই, নাম তো পলিটেকনিক! আমি তো পলিটেকনিকে কখনোই পড়বো না। তাদের জন্য উত্তর হলো বাংলাদেশের পলিটেকনিক আর এই পলিটেকনিক এক নয়! 😄
👉শুধু এইটুকু শুনে রাখুন, যাস্ট WOW একটি ইউনিভার্সিটি এই (NPU)।। বর্তমান World ranking 425, 501 😍😍
👉আরেকটু উদাহরণ দিয়ে বলি, NPU হলো ডাবল ফাস্ট ক্লাস ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত, প্রজেক্ট ৯৮৫, প্রজেক্ট ২২১ এবং E9 লীগের টপ ক্লাস ইউনিভার্সিটি
এখানে পড়ার সুযোগ হলে আপনি সত্যিই অনেক ভাগ্যবান হবে!!
NPU এর কোলাবোরেশান সরাসরি USA সহ আরও বেশ কিছু দেশের ইউনিভার্সিটির সাথে 😍
[[ প্রজেক্ট এবং E9 লীগ কি তা গুগল করে পড়ে নিলে আরো ভাল করে বুজবেন ]]
#কারা কারা আবেদন করতে পারবেন :
1.Bachelor
2.Master's
🎯 এখানে তিন ধরণের স্কলারশিপ আছে!
১. ফুললি ফান্ডেড (পড়া ফ্রী + থাকা ফ্রী + মাসিক বৃত্তি)
২. টাইপ- B স্কলারশিপ
৩. টাইপ- C স্কলারশিপ
🌳ইংলিশ মিডিয়ামে কোন কোন সাবজেক্ট আছে?
Aeronautical Engineering, Astronautics Engineering, Computer Science & Technology, Neval Architecture and Marine Engineering, Materials Science and Engineering, Biotechnology,
Mechanical Engineering, Civil Engineering, Electronics & Information Engineering,
Electrical Engineering, Computer Science & Technology, Business Administration
******************************************
💢 Bachelor / BSc Program
💢 With IELTS/ Without IELTS
💢 English Taught Program
☘️ September Intake - 2022 ✌️✌️
⚽ ক্লাস শুরু হবে সেপ্টেম্বর -২০২২ থেকে
##যা থাকা আবশ্যকঃ
Minimum Requirements To Apply👇👇
HSc তে মিনিমাম 4.0 থাকতে হবে
ডিপ্লোমাতে 3.00 থাকতে হবে।।
IELTS: 6.0 / Toefl=80, Duolingo: 95 )
💢 এখানে ব্যাচেলরে/বিএসসি কোর্সে English medium এ আসন সংখ্যা খুবই সীমিত,অপরদিকে সাড়া দুনিয়া মিলিয়ে প্রচুর স্টুডেন্টের চাপ।। যার ভালো একাডেমিক রেজাল্ট আছে, IELTS / Duolingo / Toefl আছে, ইন্টারভিউতে ভালো করবে --- ফুললি ফান্ডেড স্কলারশিপ তার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।।
👉এ্যাপ্লিকেশন ফীঃ 600rmb 🙄🙄
👉Application Deadline: May 15th, 2022
👉Online interview দিতে হবে।।
👉এখানে তিন ক্যাটেগরীর স্কলারশিপ দেওয়া হয় ব্যাচেলর / বিএসসি প্রোগ্রামেঃ
👉 IELTS সহ ও ছাড়া আবেদন।
🌻 স্কলারশিপের ধরণ: For the Excellent Prize winners (Excellent Type- ফুললি ফান্ডেড )
1. Tuition Fee= ফ্রী
2. Accommodation Fee= ফ্রী
3. Insurance Fee= ফ্রী
4. Monthly Allowance: ২২ হাজার টাকা (প্রায়)
1,500RMB/person/month for Bachelor’s
2,000RMB/person/month for Master’s
#নোটঃ একাডেমিক রেজাল্ট, IELTS/টোফেল/ ডুওলিংঙ্গ এবং interview এর উপর ভিওি করে এখানে স্কলারশিপের টাইপ নির্ধারণ করে ইউনিভার্সিটি।।
🍄 টাইপ- B স্কলারশিপঃ
1. Tuition Fees= 100% ফ্রী
2. হোস্টেল ফী= তোমাকে দিতে হবে (7200 rmb) Yearly
3. Insurance Fee= 800 rmb yearly
🌹 টাইপ- C স্কলারশিপঃ
1. 50% Tuition Fees ফ্রী থাকবে, আর বাকী 50% আপনাকে বাৎসরিক পেই করতে হবে। অর্থ্যাৎ, টিউশন ফি 11,000 rmb পে করতে হবে।।
2. হোস্টেল ফী হিসেবে (7200 rmb) Yearly পেই করতে হবে আপনাকে।।
3. Insurance Fee= 800 rmb yearly
👉English medium majors For Bachelor :
1. Aeronautical Engineering
2. Astronautics Engineering
3. Computer Science & Technology
4. Materials Science and Engineering
5. Mechanical Engineering
6. Civil Engineering
7. Electronics & Information Engineering
8. Electrical Engineering & Automation
9. Computer Science & Technology
10.Business Administration
11. Naval Architecture & Marine Engineering
12. Biotechnology
👉Application Deadline: May 15th, 2022
👉Application Fee : 600 rmb
👉কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না!
#Application_Documents :
1. Passport
2. Picture
3. Certificates & Transcripts
4. English Proficiency (IELTS 6.0 /TOEFL/Duolingo)
5. Non Criminal Report
6. Extract Curriculum Activities (if have)
7. Others Documents
#কন্ডিশনঃ ৬০% পাস মার্ক, ৯০% ক্লাসে উপস্থিতি
2nd year থেকে স্কলারশিপ কন্টিনিউ করতে চাইলে ২ সেমিস্টার মিলিয়ে এভারেজে ৭০% মার্কস ক্যারি করতে হবে।।
#কিছু_কথাঃ 💥💥
🎯 এদের টিচিং কোয়ালিটি খুবই মানসম্মত
🍄 রয়েছে আধুনিক ডর্মেটরী, উন্নত মানের ল্যাব, চোখ জুড়ানো ক্যাম্পাস, খেলার মাঠ, ক্যান্টিন, জিমনেসিয়াম সহ ইত্যাদি সুযোগ সুবিধা।।
🌻 NPU তে USA, Europe সহ বিভিন্ন দেশের স্টুডেন্টরা পড়তে আসে।।
⚽ এরোনটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য NPU খুবই প্রসিদ্ধ।।
☘️ খাওয়া খরচ ও সীমিত। মাত্র ৫-৭ হাজার টাকায় আরামছে একটি মাস কাটিয়ে দিতে পারবেন।।
🔮 সুতরাং, দ্রুত আবেদন করে ফেলুন। কাংক্ষিত
স্কলারশিপ নিশ্চিত করুন 👍👍