ইতালি আসার পর, আপনি স্টুডেন্ট হিসেবে যেসব কাজগুলো করতে পারবেন অথবা পারেন, আমি এখানে তার একটি লিস্ট দেয়ার চেষ্টা করছি | কাজগুলো হলো:
১. আপনি কোন রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করতে পারেন অথবা কিচেনেও কাজ করতে পারেন |
২. কোন হোটেলের রিসিপসনে কাজ করতে পারেন | হোটেল রিলেটেড যে কোন কাজই করতে পারেন |
৩. যেকোনো ধরনের দোকানের কাজ ও করতে পারেন |
৪. আপনি ভালো ইংলিশ জানলে হয়তোবা ইংলিশ টিচার হিসেবে কাজ করতে পারবেন |
৫. বেবিসিটার হিসেবে কাজ করতে পারেন |
৬. ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন |
৭. অথবা আপনি যে সাবজেক্টে পড়ালেখা করতেছেন, কোন কোম্পানি যদি তাদের ওখানে আপনাকে ওই সাবজেক্ট রিলেটেড কোন কাজ দেয়, পার্ট টাইমার হিসেবে তাও আপনি করতে পারেন |
৮. অথবা আপনি যে ভার্সিটিতে পড়ালেখা করতেছেন, অনেক সময় ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেও কিছু পার্ট টাইম কাজ পাওয়া যায় |
৯. কোন ফ্যাক্টরিতে পার্ট টাইমার হিসেবে কাউকে নিতে চায় না, যদি ফ্যাক্টরি আপনাকে পার্ট টাইম হিসেবে নে, তাহলে আপনি ফ্যাক্টরিতেও কাজ করতে পারেন |
১০. অথবা আপনি ছোটখাট কিছু জিনিসপত্র কিনে, ওই সব জিনিসপত্র টুরিস্ট দের কাছে বিক্রি করতে পারেন | এজন্য আপনাকে যেসব শহরে টুরিস্ট অনেক বেশি, ওইসব শহরে থাকতে হবে |
এককথায় একজন স্টুডেন্টের প্রতি সপ্তাহে 20 ঘণ্টা কাজের পারমিট আছে | এই 20 ঘন্টা কাজ আপনি, যে কোন জায়গায় করতে পারেন, কোথায় করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে |
