যত বড় শহরে আপনি থাকবেন, তত বেশি আপনার কাজের অপরচুনিটি বেশি। বড় বড় শহরগুলোতে অনেক লোক থাকে এবং ওখানে অনেক কাজের সুবিধা থাকে। আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন চেষ্টা করবেন বড় একটি শহরে যেতে, তাহলে আপনার কাজ খুঁজে পেতে তেমন একটা কষ্ট হবে না।
আজ আমি আপনাদের সাথে ইতালির 15 টা বড় শহরের নাম শেয়ার করব:
১. Rome
২. Milan
৩. Naples
৪. Turin
৫. Palermo
৬. Genoa
৭. Bologna
৮. Florence
৯. Bari
১০. Catania
১১. Verona
১২. Venice
১৩. Messina
১৪. Padua
১৫. Trieste
আর চেষ্টা করবেন এই 15 টির যে কোন একটি শহরে আসতে। তাহলে আপনাদের কাজ খুঁজে পেতে তেমন একটা কষ্ট হবে না।
