ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ গুলো, যেসব কারণে আপনার স্টুডেন্ট ভিসা রিজেক্ট করতে পারে | আমি এই ব্যাপারে এই আর্টিকেলে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে পড়বেন আশা করি।
যেসব কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে:
১. মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো ভুয়া ডকুমেন্ট সাবমিট করেন, যদি এম্বাসি সেটা বুঝতে পারে, তাহলে আপনার ভিসা রিজেক্ট করে দিবে ১০০%।
২. আপনি যদি এম্বাসি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারেন, সে ক্ষেত্রেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তাই embassy/vfs এর ওয়েবসাইটে গিয়ে, ভিসার চেকলিস্টটা ডাউনলোড করে, ভিসার জন্য যেসব রিকোয়ারমেন্ট আছে, সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করবেন।
৩. ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আপনি যদি এনাফ টাকা না দেখান, তাহলে এম্বাসি মনে করবে, আপনি আপনার স্টাডির খরচ নিজে বহন করতে পারবেন না। তাই ওরা আপনার ভিসা রিজেক্ট করতে পারে। বাংলাদেশের মোস্ট অফ দা স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয় এই কারণে।
৪. আপনার যদি পারফেক্ট একোমোডেশন না থাকে, সে ক্ষেত্রেও এম্বাসি প্রবলেম করতে পারে।
৫. আপনি যদি আপনার ডকুমেন্টস এ কোনো মিসটেক করেন, সেক্ষেত্রেও আপনার ভিসা রিজেক্ট করতে পারে। বিশেষ করে IELTS SCORE নিয়ে সচেতন থাকবেন, এম্বাসির IELTS REQUIREMENT পূরন না করতে পারলে অফার লেটার পাওয়া সত্ত্বেও ভিসা রিজেক্ট হয়।
৬. আপনি যে সব ডকুমেন্ট vfs এর মাধ্যমে এম্বাসিতে সাবমিট করবেন, ওইসব ডকুমেন্ট রিলেটেড যত ইনফরমেশন আছে, আপনাকে সব কিছু মাথায় রাখতে হবে, যদি আপনাকে এম্বাসি আপনার ডকুমেন্টস রিলেটেড কোন কোশ্চেন করে, যদি আপনি আনসার দিতে না পারেন, সে ক্ষেত্রেও আপনার ভিসা রিজেক্ট করে দিবে।
৭. ইন্টারভিউর সময় যদি আপনি এম্বাসেডর কে প্রুফ করতে না পারেন, যে আপনি অরজিনাল স্টুডেন্ট, আপনি শুধু স্টাডির জন্য বিদেশে যেতে চান, তাহলেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে।
৮. এম্বাসি যদি কোনো কারণে বুঝতে পারে, আপনি একজন ফিউচার রিফিউজি তার দেশে, তাহলেও এম্বাসি আপনাকে ভিসা দিবেনা।
৯. মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনি এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন, ওই ইন্টারভিউতে আপনাকে পারফর্ম করতে হবে, আপনার যতই স্ট্রং ডকুমেন্টস থাক, আপনি যদি ইন্টারভিউতে পারফর্ম করতে না পারেন, তাহলেও আপনার ভিসা রিজেক্ট হবে।
১০. আর একটি কথা আমি বলতে চাই না তারপরও বলতেছি, প্রতিবছর এম্বাসি নির্দিষ্ট পরিমাণ ভিসা দিয়ে থাকে, যদি এমন একটি বছরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওই বছর এম্বাসি খুব অল্পসংখ্যক ভিসা দিবে। সেক্ষেত্রেও কোন কারণ ছাড়া আপনার ভিসা রিজেক্ট করতে পারে। আমি দুঃখিত এই ইনফরমেশনের জন্য। কিন্তু এই বছর এম্বাসি গুলো প্রচুর ভিসা দিচ্ছে, তাই এটা নিয়ে টেনশন নিবেন না।
উপরের যেসব পয়েন্ট গুলো উল্লেখ করেছি, সবাই চেষ্টা করবেন, ওইসব মিসটেক গুলো না করতে এবং ইন্টারভিউতে গিয়ে পারফর্ম করতে।
ইনশাল্লাহ আপনারও ভিসা হবে।
আমার এই আর্টিকেল যদি আপনি হেল্পফুল মনে করেন তাহলে শেয়ার করবেন।
