সৌদি আরবে শিক্ষাবৃত্তি, বিমান টিকিটসহ মিলবে নানা ভাতা

                                     KING ABDUL AZIZ UNIVERSITY | PHOTO: INTERNET
 

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেবে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এ বৃত্তিতে।

আগ্রহী শিক্ষার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করত পারবেন

এ বৃত্তির জন্য।


স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি নেই। বৃত্তিটি বিজ্ঞান, চারুকলা, মানবিক, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, 

কম্পিউটার প্রকৌশলসহ সব একাডেমিক প্রোগ্রামের জন্য দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য সময়কাল

তিন বছর, স্নাতকোত্তর ডিগ্রির জন্য দুই বছর এবং স্নাতক প্রোগ্রামের জন্য চার বছর।


                                   BUILDING OF UNIVERSITY  |  PHOTO: INTERNET


বৃত্তির সুযোগ–সুবিধা:

* বিমানের টিকিট (রিটার্নসহ)।

* পিএইচডি এবং মাস্টার পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে প্রায় ৪,০০০ রিয়াল এবং ৩,০০০ রিয়াল থিসিস

প্রিন্টিং ভাতা।

* বই শিপিং ভাতা।

* খাবার ভাতা (প্রযোজ্যতার ক্ষেত্রে)।

* থাকার ব্যবস্থা।

* সফল প্রার্থীদের স্বাস্থ্যসেবা।

* প্রস্তুতি ভাতা।

* মাসিক ভাতা।


                                                         UNIVERSITY STADIUM


আবেদনের যোগ্যতা:

বাদশাহ আবদুল আজিজ বৃত্তির আবেদনের জন্য কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো-

* আবেদনকারীদের অবশ্যই আকর্ষণীয় একাডেমিক রেকর্ড থাকতে হবে।

* তিন বছরের বেশি আগে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক প্রশংসাপত্র থাকতে হবে।

* আবেদনকারীদের বয়স ১৭-২৫ বছর হতে হবে।

* পিএইচডি প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই ৩০ বছরের কম বয়সী হতে হবে।

* আরবি ভাষা, ইসলামিক আইন অধ্যয়ন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের আবেদনকারীদের অবশ্যই

আরবি ভাষায় দক্ষ হতে হবে।


এ বৃত্তির জন্য আবেদন করা যাবে এ বছরের শেষ দিন পর্যন্ত।


আবেদনপদ্ধতি:

আবেদন করতে ক্লিক করুন (https://dsa-scholarships.kau.edu.sa/404.htm) লিংকে।


লিখেছেন: মুহাম্মদ সাকিব উল্লাহ চৌধুরী


★ সব লেখা ও ভিডিও কন্টেন্ট এর জন্য ভিজিট করুনঃ


https://youtube.com/c/TECHZOIDBANGLA


https://www.instagram.com/sakibuchowdhury/


https://facebook.com/sakib.asifhasib


https://youtube.com/c/TECHZOIDenglish


Post a Comment

Previous Post Next Post