চাইনা তে অবস্থিত Yangzhou University দিচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ। টিউশিন ফি,বাসস্থান সহ সবকিছুই বহন করবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিং (CWUR) ৭৬৯ তম।এটি চীনের জিয়াংসু প্রভিন্সের অন্তর্গত স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নাম "ইয়াংজু ইউনিভার্সিটি"। তারা ব্যাচেলর ও মাস্টার্স প্রগ্রামে দারুণ কিছু সাবজেক্টে কয়েক বছর ধরে স্কলারশীপ দিয়ে আসছে।
আজকে আমরা জানবো সেপ্টেম্বর ২০২২ ইনটেকের ব্যাচেলর ডিগ্রি এর স্কলারশিপ নিয়ে।
এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো IELTS SCORE ছাড়া আবেদন করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে English Taught Program এবং ইঞ্জিনিয়ারিং বিষয়।
স্কলারশীপের ধরণঃ ফুল ফ্রী স্কলারশীপ
🎯 টিউশন= ফ্রী
🎯 আবাসন= ফ্রী
পড়াশোনার মাধ্যমঃ English Medium
🎯 স্কলারশীপের ডিউরেশনঃ ৪ বছর
যেসকল সাবজেক্টে আবেদন করতে পারবেনঃ
1. Software Engineering
2. Civil Engineering
3. Mechanical Engineering
4. Microelectronics Science & Engineering
5. International Business
6. Tourism Management
7. Pharmaceuticals Science
8. Software Engineering
এখানে চান্স পাওয়ার জন্য কোনো এডমিশন টেস্ট দিতে হবে না।
আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. পাসপোর্ট
২. ফটো
৩. SSC /HSC / Diploma- সার্টিফিকেট ও মার্কশীট।
৪. Valid NID or Passport of Guarantor
কন্ডিশনঃ
১. ৬০% পাস মার্ক, ৯০% উপস্থিতি।
২. রিটেক দেওয়ার সুযোগ আছে।
৩. 2nd year থেকে ফুল ফ্রী স্কলারশীপ Continue রাখতে চাইলে এভারেজ ৭০% মার্কস রাখতে হবে। আর এটা কিন্তু পানির মতো সহজ কারণ হোমওয়ার্কে মার্কস থাকে, ক্লাস উপস্থিতিতে মার্কস থাকে, কুইজ, মিডটার্ম ইত্যাদি মিলিয়ে অনেক মার্কস পাওয়া যায়। ৭০% কোনো বিষয় হলো নাকী??
সেকেন্ড ইয়ার এর দুই সেমিস্টার মিলিয়ে সে যদি এভারেজে মিনিমাম ৭০% মার্কস রাখে তবে তাকে 3rd ইয়ারে ফুল ফ্রী স্কলারশীপ দিবে। একইভাবে 3rd ইয়ারের পার্ফমেন্স দেখে 4th Year এ স্কলারশীপ দেওয়া হবে।
• প্রয়োজনীয় যোগ্যতাঃ
** ডিপ্লোমার/ মাদ্রাসার স্টুডেন্টরা আবেদন করতে পারবে।
** আবেদন করতে HSC তে 4.0 এবং ডিপ্লোমা তে 3.00 রেজাল্ট লাগবে।।
** 4-5 বছরের স্ট্যাডি গ্যাপ Accepted
•বিশ্ববিদ্যালয় নিয়ে আরো কিছু তথ্যঃ
** Yangzhou University এর ক্যাম্পাস টা চমৎকার
** ডর্মেটরী, ক্যান্টিন, টিচিং কোয়ালিটি, ল্যাব, জিম সবই যেন আধুনিক ও মানসম্মত।।
** চীনের জিয়াংসু প্রভিন্সের লিভিং কস্ট সীমিত। মাত্র ৫-৭ হাজার টাকায় আরামছে একটি মাস কাটিয়ে দিতে পারবেন।।
আবেদনের শেষ সময়ঃ মেই ৩০, ২০২২
স্কলারশিপ নিউজসহ দেশ-বিদেশের সকল নিউজের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
লিখেছেনঃ মুহাম্মদ সাকিব উল্যাহ চৌধুরী
★ সব লেখা ও ভিডিও কন্টেন্ট এর জন্য ভিজিট করুনঃ
https://youtube.com/c/TECHZOIDBANGLA
https://www.instagram.com/sakibuchowdhury/