কিভাবে জিআরই প্রস্তুতি নিবেন - বিস্তারিত জেনে নিন !

 

জিআরই প্রস্তুতি: এখনই সময়

বাংলাদেশের পেক্ষাপটে সকল কম্পিটিভ এক্সামের মধ্যে জিআরই ই আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়, আসলেই জিআরই সোজা; কঠিন হচ্ছে একাগ্রচিত্তে ৩/৪ মাস এর জন্য প্রস্তুতি নেওয়া টা।
একাডেমিক পড়াশোনা বা চাকরীর চাপে যা অনেকের জন্যই সহজ হয়না; স্থবির জীবনের এই সময়টুকু হতে পারে জিআরই এর জন্য প্রস্তুতির আপনার জন্য সবচেয়ে ভালো সুযোগ। আজই শুরু করে দিন আপনার জিআরই প্রস্তুতি।
•Vocabulary Preparation
জিআরই প্রস্তুতিতে আমরা অধিকাংশই থমকে যায় ভোকাব কাভার করতে যেয়েই। ভোকাবের জন্য বর্তমানে মাগুস ১০০০ তুলনামূলক ভালো হলেও আমি আগিয়ে রাখবো ওয়ার্ড স্মার্ট কেই, একবার কোন মতে ওয়ার্ডস্মার্ট শেষ করতে পারলে বাকি সব লিষ্ট আপনার মোটামুটি কাভার হয়ে যাবে।
তবে ভোকাবের জন্য ৩৩৩ শেষ করাই অনেক কষ্টকর হয়ে ওঠে; যা সহজ করতে পারে মেমরাইজ এ্যাপ/ওয়েব। মেমরাইজে Chandra দা অনেক আগেই ওয়ার্ড স্মার্ট, মাগুস, ব্যারন’স এর সব লিস্টগুলোই কোর্স আকারে অবমুক্ত করছেন। শুয়ে, বসে, হাঁটতে হাঁটতে ভোকাব শিখতে মেমরাইজ এর কোনো তুলনা নাই।
এটা করতে আপনার যা লাগবে তা হচ্ছে, মেমরাইজ প্রিমিয়াম এর মড এপিকে আর একটা এন্ড্রয়েড ফোন বা পিসিতেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। মেমরাইজে উনার করা কোর্সগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম; কোর্সগুলোর সম্পূর্ণ ক্রেডিট উনার।
•Quantitative Preparation
প্রথমত ম্যাথের বেসিক ঠিক করতে Manhattan 1-6 আর Magoosh ভিডিও দেখতে হবে, সাথে সূত্রগুলোর একটা নোট খাতা বানাতে হবে। দুইটাই একে অন্যের পরিপূরক, কোনটাই বাদ দেওয়া উচিত হবেনা। কারো ম্যাথের অবস্থা বেশী খারাপ হলে নবম-দশম শ্রেনীর বই থেকে টপিক ওয়াইজ ভালো ধারণা নিয়ে নিতে পারেন।
এরপর শুরু করতে হবে Manhattan 5lb, জিআরই এর জন্য এই বইয়ের কোন বিকল্প নাই। ধৈর্য্যধরে প্রতিটা চ্যাপ্টার শেষ করতে হবে, প্রতি চ্যাপ্টারের কঠিন ম্যাথ যেগুলো পারেননি সেগুলো মার্ক করে রাখুন পরবর্তীতে রিভাইস এর জন্য।
তারপর Magoosh এর প্রিমিয়াম কোয়েশ্চেনের একটা পিডিএফ পাওয়া যায়, সেটা শেষ করতে হবে। এইটার অংক গুলো অনেক কঠিন এবং টাইম কঞ্জিউমিং, কিন্তু এটা শেষ করলে দেখবেন আপনার মোটামুটি সবটাইপের অঙ্কই শেষ।
সর্বশেষে করতে হবে ETS Official Guide এবং ETS Official Quant বইয়ের প্রতিটা অঙ্ক, বিস্তারিত ব্যাখা সহ। তাহলেই প্রেপ মোটামুটি শেষ।
•Verbal Preparation
ভার্বালে ভালো করতে ভালো রিডিং হ্যাবিট থাকার কোন বিকল্প নাই। রিডিং হ্যাবিট বিল্ড করতে ইংরেজি নোভেল পড়ার অভ্যাস করতে পারেন; ইংরেজী দৈনিকের এডিটোরিয়াল পার্ট পড়তে পারেন; যেমন, The New Yorker, AL Daily, Science Mag. এছাড়া মাগুসের ক্রিস ভাইয়ের অনেকগুলো আর্টিকেল আছে সেগুলোও পড়ে ফেলতে পারেন (নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন)।
এরপর যেটা করবেন সেটা হচ্ছে, YouTube এ Greg Mat নামে একটা চ্যানেল পাবেন, যেটাতে ভার্বালের জন্য অনেক টিউটোরিয়াল পাবেন। সত্যিকার অর্থে এগুলো আপনাকে অনেকটা হেল্প করবে, যত পারেন ভিডিও দেখে নিন এখান থেকে। পুরো YouTube এ জিআরই নিয়ে Greg Mat এর চেয়ে ইনসাইটফুল ভিডিও আমি দেখিনি এখন পর্যন্ত।
এছাড়া মূল প্রস্তুতিতে যাওয়ার আগে হাতে পর্যাপ্ত সময় থাকলে Manhattan 7-8 বই দুটি দেখে নিতে পারেন। বই দুটিতে পাবেন তথাকথিত কিছু টিপস যা কাজে লাগলেও লাগতে পারে। এই বই দুটি একেবারেই অপশনাল।
এবার ভার্বালের মূল প্রিপারেশন হিসাবে যেটা করতে হবে তা হচ্ছে ETS Official Guide এবং ETS Official Verbal বই দুইটার প্রতিটা প্রশ্ন সলভ করতে হবে। প্রথমবার কোন টাইমিং ছাড়া সাথে উত্তরের পিছনের ব্যাখ্যা বিস্তারিত পড়তে হবে। এই বইয়ের প্রতিটা ব্যাখা আপনাকে, পরবর্তীতে আপনার ভার্বালে উত্তর করতে খুবই সাহায্য করবে যদি উত্তরের ব্যাখাগুলো খুব খুব মন দিয়ে পড়েন।
এছাড়া বর্তমানে ভার্বালের জন্য Magoosh এর ভালো সুনাম শুনতে পাওয়া যাচ্ছে। RC সলভের জন্য Implicit Paraphrasing নিয়ে ভালো ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ সঠিক উত্তরই Paraphrase আকারে হয় (Implicit Paraphrasing নিয়ে ম্যাগুসের আর্টিকেল পাবেন, গুগল করেন)।
মেমরাইজে ওয়ার্ড স্মার্টের কোর্সগুলোর লিঙ্ক, মেমরাইজ প্রিমিয়াম এপিকে এবং উপরে উল্লেখিত প্রতিটা ম্যা‌টেরিয়ালস আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া সাবক্রিপশন ছাড়াই ইন্টারন্যাশনাল ডেইলি গুলোর এডিটোরিয়াল পড়বেন যেভাবে- পিসি তে ক্রোম ব্রাউজারের; সেটিংস > এক্সেসিবিলিটি (এডভান্স) > সাইট সেটিংস > জাভা স্ক্রিপ্ট (অফ করে দিবেন)। তাহলেই পেয়ে যাবেন আনলিমিটেড এক্সেস। অন্য সাইট ব্রাউজারে পুনরায় জাভা স্ক্রিপ্ট অন করে নিবেন।
উপরের সম্পূর্ণ প্রস্তুতি প্লান আমার, আমি এভাবেই জিআরই ক্রাক করেছি ভার্সিটিতে থাকতেই। আপনার জন্য ও শুভকামনা।

Post a Comment

Previous Post Next Post