ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট নিয়ে কিছু কথা-
১. এটা একটা স্বতন্ত্র ইউনিট। পরীক্ষাও আলাদা ধাচে হবে। লিখিত ও মৌখিক দুই ধাপে হবে।
২. আইবিএ মূলত বিবিএ এর মডিফায়েড ভার্সন। বিবিএ'র প্রফেশনালস ভার্সন আইবিএ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আইবিএ ডিপার্টমেন্ট রয়েছে তবে আইবিএ বলতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'ই বুঝায় এবং জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট। আর দেশের কর্পোরেট ওয়ার্ল্ডের টপ লেভেলের ম্যাগনেটদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট থেকে পাস করা।
৩. পরীক্ষা দুই ধাপে হয়। লিখিত ও মৌখিক। লিখিত পরীক্ষাও ২ ধাপে হবে। এমসিকিউ ও রচনামূলক। মোট নম্বর ১০০, এর মধ্যে এমসিকিউ ৭৫ এবং রচনামূলক ২৫ নম্বর। এমসিকিউ এর জন্য ৯০ মিনিট এবং রচনামূলক এর জন্য ৩০ মিনিট। মোট ১২০ মিনিট পরীক্ষা হবে।
৪. পরীক্ষার বিষয় ৩ টি; Math, English, Analytical Ability। এর মধ্যে এমসিকিউ এর ৭৫ এ Analytical Ability ১৫ নম্বর এবং English & Math এ ৩০ নম্বর করে। আর রচনামূলক অংশে ২৫ নম্বরের ভিতর ইংরেজি ও বাংলায় দুটো অনুচ্ছেদ লিখতে দেয়া হয়।
৫. আইবিএ ইউনিটে প্রস্তুতির জন্য নির্দিষ্ট ও ধরাবাধা কোন সিলেবাস নেই। তবে ইংরেজিতে সাধারণত Grammar, Comprehension ও Vocabulary ওপত ভিত্তি করে প্রশ্ন করা হয়। গণিতে সাধারণত বীজগণিত, পাটিগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন হয়। আর Analytical Ability এর প্রশ্নে বৈচিত্র্য থাকলেও Puzzle matching, Critical Reasoning বা কোন ঘটনার সবচেয়ে সঠিক কারণ নির্ণয় করা, Data Sufficiency বা প্রদত্ত তথ্য যথেষ্ট কি না ইত্যাদি থাকে।
৬. সাধারণ বা মাদ্রাসা যেকোন শিক্ষাবোর্ডের যেকোন বিভাগের (বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক) শিক্ষার্থীরা আবেদন ও পরীক্ষা দিতে পারবে। বাংলা ও ইংরেজি উভয় মিডিয়ামের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
৭. প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ৬০% নাম্বার না পেলে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কম।
৮. স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ডের যেকোন বিভাগ থেকে আবেদন করতে ন্যূনতম মোট ৭.৫ জিপিএ লাগবে এবং এসএসসি ও এইচএসসির প্রতিটিতে ন্যূনতম ৩.৫ জিপিএ থাকতে হবে।
৯. আইবিএ তে মোট আসন সংখ্যা ১২০ টি। লিখিত পরীক্ষার পর সাধারণত মৌখিক পরীক্ষার জন্য ১৬০-১৮০ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১২০ জন চূড়ান্ত ভর্তির সুযোগ পায়।
ধন্যবাদ।
