আজকে আপনাদের সাথে আলোচনা করবো DAAD স্কলারশিপ নিয়ে। আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো।
DAAD Scholarship এর ব্যাপারে যেসকল প্রশ্ন বেশী করা হয় সেসকল প্রশ্নের উত্তরসহ বিস্তারিত দেখে নিনঃ
১. DAAD স্কলারশিপ কি?
উত্তরঃ Deutscher Akademischer Austauschdienst (DAAD) স্কলারশিপ হচ্ছে, জার্মান সরকারের সবচেয়ে বেস্ট স্কলারশিপ।
২. DAAD স্কলারশিপের সুবিধা কি কি?
- টিউশন ফি, সেমিষ্টার কন্ট্রিবিউশন এবং পরীক্ষার ফি ফ্রি।
- ব্লক একাউন্ট করা লাগবে না।
- মাস্টার্সে প্রতিমাসে ৮৬১ ইউরো, পিএইচডি-র জন্য ১২০০ ইউরো পাবেন। স্পাউস এবং বাচ্চার জন্য এক্সট্রা ভাতা রয়েছে।
-ফ্রি বিমান টিকেট পাবেন।
- জার্মানীতে ফ্রি হেলফ ইন্সুরেন্স পাবেন।
- জার্মান ভাষা শেখার জন্য ফ্রি কোর্স এবং প্রাইভেট কোন কোর্সে ভর্তি হলে তার ৭০% খরচ
- বিশেষ ক্ষেত্রে বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিবে।
- বর্তমানে এম্বাসিতে এয়নমেন্টের যে জটলা, সেই জটলায় পড়তে হবে না। অগ্রাধিকার ভিত্ততে এম্বাসীতে খুবই দ্রুত এপায়নমেন্ট পাবেন। এবং ভিসা পাবার সম্ভবনা শতভাগ।
- সহজেই আপনার স্পাউসকে আনতে পারবেন। তাকে আনার জন্য আপনার এ দেশে কোন ব্লক/ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। তবে আগে আপনার আসতে হবে, তারপর তারজন্য আবেদন করতে হবে। স্পাউস ফ্রি হেলথ ইন্সুইরেন্স এবং জার্মান ভাষা শিক্ষা ভাতা পাবে। এছাড়া মাসিক ভাতা তো আছেই।
সহজে বললে জার্মানীতে আসতে আপনার ১ টাকাও খরচ করতে হবে না।
৩. DAAD স্কলারশিপ কাদের জন্য?
উত্তের: মাস্টার্স এবং Phd এর জন্য।
৪. কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?
উত্তর:- উন্নয়নশীল যে কোন দেশের লোকজন এই স্কলারশিপে আবেদন করতে পারেন। বাংলাদেশের স্টুডেন্টররা পারবে।
৫. আবেদন করতে কি যোগ্যতা লাগে?
উত্তর:- ব্যাচলের ডিগ্রী, IELTS, সাবজেক্ট রিলেটেড ফিল্ডে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হতে পারে। আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরবার মেইল করে জেনে নিতে পারেন।
৬. স্টাডি গ্যাপ থাকলে হবে?
উত্তরঃ হ্যা, তবে কোনমতেই ০৬ বছরের বেশী হওয়া যাবে না। গ্যাপ ০৬ বছরের বেশী হলে আপনি আবেদন করতে পারবেন না।
৭. ব্যাচেলরে DAAD এই স্কলারশিপ আছে?
উত্তরঃ ব্যাচেলরে DAAD স্কলারশিপ নাই।
৮. ব্যাচেলর চলাকালীন সময়ে কাজের অভিজ্ঞতা দিয়ে আবেদন করতে পারবো?
উত্তরঃ না, পারবেন না। ব্যাচেলর শেষ করে সাবজেক্ট রিলেটেড ২ বছরে জব করতে হবে।
ধরেন আপনি ব্যাচেলর করছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু ব্যাচেলর শেষ করে চাকরি করেছেন গার্মেন্টস সেক্টরে। তাহলেও হবে না।
৯. প্রশ্নঃ ডেডলাইন কবে? কখন আবেদন করতে হয়?
উত্তর: ১৫ ই অক্টোবার। তবে প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে। ভার্সিটির ওয়েব সাইট চেক করুন বিস্তারিত জানার জন্য।
১০. আবেদনের প্রক্রিয়া কি?
উত্তর: সরাসরি প্রোগ্রামের মাধ্যমে, তবে কিছু কিছু ক্ষেত্রে ডাড পোর্টালের মাধ্যমে।
১১. DAAD স্কলারশিপ পেতে কি কি ডকুমেন্ট লাগব?
উত্তর:
- Online আবেদন ফর্ম
- সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
-Euro Pas Formatted CV
-SOP
-রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন ও সীল দিয়ে সীলড অবস্থায় দিতে হবে।
- Work Experience Certificate
- IELTS 6--7 Certificate
- পাসপোর্টের কপি
- Extracariculam Activities, Publication, Voluntary works (If you have)
১২. কোন কোন সাবজেক্টে আবেদন করা যায়?
উত্তর:
EconomicSciences/Business Administration/Political Economics
Development Cooperation
Engineering and Related Sciences
Mathematics
Regional and Urban Planning
Agricultural and Forest Sciences
Natural and Environmental Sciences
Medicine/Public Health
Social Sciences, Education and Law
Media Studies
১৩. এসকল সাবজেক্টের বাইরে পারবো না আবেদন করতে?
উত্তর: পারবেন না। তবে আবেদনের আগে চেক করে নিবেন কারন প্রত্যেক বছর নতুন সাব্জেক্ট সংযুক্ত হতে পারে।
১৪. DAAD স্কলারশিপ পেতে পাব্লিকেশন লাগে?
উত্তরঃ লাগে না। কিন্তু থাকলে ভাল।
১৫. সিজিপিএ কত লাগে?
উত্তর: DAAD ওয়েব সাইটে এমন কিছু উল্লেখ নেই।
নোটঃ প্রত্যেক বছর বিভিন্ন তথ্য পরিবর্তন হতে পারে, সুতরাং আবেদনের আগে সকল ইউনিভার্সিটির ও DAAD এর ওয়েভসাইটে যাচাই করে দেখবেন।
আজকের আলোচনার সারমর্মঃ
Nothing is impossible,
If you can dream it, You can do it.
Ki ki requirements lagbey anyone help me
ReplyDelete