গুগলে কতজন বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন?

গুগলে কতজন বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন?
গুগল একটা দৈত্যাকার আইটি প্রতিষ্ঠান। বর্তমানে গুগলের ১ লক্ষ ১৫ হাজার কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ডাটা সেন্টার ও কার্যালয় রয়েছে, সেখানেও উচ্চ প্রদস্থ কর্মকর্তা রয়েছে।
গুগলে আনুমানিক ৭০-৮০ জন বাংলাদেশী ইঞ্জিনিয়াররা চাকুরী করছে বর্তমানে। তাদের সবাইকে হয়তো চেনা যাবেনা, তবে কিছু জানুন।
তালিকা ক্যাম্পাস ভিত্তিক করা হয়েছে, তবে লক্ষ্য করুন, তালিকাটা সম্পূর্ণ তালিকা নয়, এর বাইরেও অনেকে রয়েছে, তাদেরকে যুক্ত করতে সাহায্য করতে পারেন।

গুগলের প্রথম বাংলাদেশী ইঞ্জিনিয়ার শিশির খান (১৯৯৮ ব্যাচ)। তিনি ১০ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রে পড়াশোনার পর গুগলে যোগদান করেন।
১। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটঃ
⍟ফারহানা আশারাফ (২০০০ ব্যাচ)
⍟সাব্বির ইউসুফ সানি (২০০৩ ব্যাচ)
⍟মোঃ নাজমুল হাসান (২০০৭ ব্যাচ),
⍟মোঃ কায়সার আব্দুল্লাহ (২০০৮ ব্যাচ) ,তিনি লন্ডনে কাজ করছেন বর্তমানে।
⍟জুলকারনাইন মাহমুদ (২০০৮ ব্যাচ)। বুয়েট এর ⍟আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করে দক্ষিন কোরিয়ার গুগলে কাজ করছেন।
⍟সাদিয়া নাহরিন (২০০৯ ব্যাচ)
⍟সাদিয়া নাহরিন (২০১০ ব্যাচ), ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন।
⍟সাকিব সাফায়েত (২০১০ ব্যাচ), তিনি সানফ্রানসিসকোতে কাজ করছেন।
⍟শ্রীজয় হালদার (২০১০ ব্যাচ), তিনি আয়ারল্যাণ্ডের ডাবলিনে কাজ করছেন।
⍟মোঃ মুন্তাকিম সাদিক (২০১০ ব্যাচ), তিনি লন্ডনে কাজ করেন।
⍟রাফি কামাল (২০১১ ব্যাচ), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুগলে।
⍟নাদিমুল আবরার (২০১৩ ব্যাচ)
⍟ফাহিম ফেরদাউস (২০১৪ ব্যাচ), তিনি ব্র্যাকের লেকচারার ছিলেন।
⍟অনিক সরকার (২০১৪ ব্যাচ)। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আয়ারল্যান্ডে কাজ করছেন তিনি।
⍟মাহবুবুল হাসান (শান্ত)। তিনি গুগলের সুইজারল্যান্ড অফিসে কর্মরত আছেন।
২। NSU, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ঃ
⍟২০০১ ব্যাচের নাজাহ নাজি, তিনি ডাটা এনালিস্ট হিসাবে ২০১৯ সালে যোগদান করেন।
⍟২০০২ ব্যাচের এস এম আদনান, তিনি ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন।
⍟২০০৩ ব্যাচের সাকিব এইচ, তিনি ক্যালিফোর্নিয়াতে প্ল্যানিং ম্যানেজার হিসাবে করছেন।
⍟২০০৩ ব্যাচের মুন্তাসির খান, তিনি সানফ্রানসিসকো শহরে কাজ করছেন।
⍟২০০৪ ব্যাচের ফাহিম জাহুর, ক্যালিফোর্নিয়াতে পোস্টিং আছেন।
⍟২০০৫ ব্যাচের শামী জাহুর, তিনি সানফ্রানসিসকো শহরে কাজ করছেন।
⍟২০০৭ ব্যাচের সালেহ চৌধুরী, তিনি যুক্তরাষ্ট্রে Cloud Expansion Strategy পদে কাজ করছেন
⍟২০১৩ ব্যাচের নাবিলা আহমেদ, তিনি ২০২০ সালে লন্ডনে পোস্টিং পেয়েছেন।
⍟২০১৪ ব্যাচের মোহাম্মাদ সামিউল ইসলাম, তিনি লন্ডনে রয়েছেন।
⍟২০১৫ ব্যাচের হাসিব আল মোহাইমিয়ান, ইতিপূর্বে তিনি সিঙ্গাপুরের গ্রাবে কাজ করতেন।
⍟২০১৫ ব্যাচের লাবিব রাশিদ, তিনি ২০২০ সালে তাইওয়ানে যোগদান করেছেন।
⍟ফারিয়া মাহজাবিন- হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অফ গুগল।
৩। জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
⍟আরিফ জামান ( ২০০২ ব্যাচ)
⍟অনিন্দ মজুমদার (২০১০ ব্যাচ), তিনি ক্যালিফোর্নিয়ার মাউনটেইনভিউয়ে যোগদান করবেন।
⍟মোঃ নাফিস সাদিক ( ২০১১ ব্যাচ), তিনি গুগলে সাইট রিয়ালিবিলিটি নিয়ে কাজ করছেন।
⍟রাইয়াত জামান নিলয় (২০১২ ব্যাচ)
⍟মোঃ শাহেদুল ইসলাম সোহেল, (২০১৩ ব্যাচ), তিনি যুক্তরাজ্যে কর্মরত।
৪। শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিঃ
⍟লিটন কবির (২০০৪ ব্যাচ), তিনি লন্ডনে কাজ করছেন
⍟মারুফা রাহমি (২০০৪ ব্যাচ)
⍟মো. সাবির ইসমাঈল (২০০৫ ব্যাচ), তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন
⍟মোঃ সাব্বির ইসমাইল (২০০৫ ব্যাচ), তিনি পড়াশোনা শেষ করে সাস্টে শিক্ষকতা করছিলেন, গুগল থেকে অফার পেলে শিক্ষকতা ছেড়ে দেন।
৫। ঢাকা বিশব্বিদ্যালয়, ঢাবিঃ
⍟২০০৯ ব্যাচের মমন্থ মাসহাক মৃন্ময়
⍟২০১২ ব্যাচের শাহেদ শাহরিয়ার, আয়ারল্যান্ডের ডাবলিনে কাজ করেন। তিনি রংপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন।
⍟২০১২ ব্যাচের তামিম আদদারি, আয়ারল্যান্ডের ডাবলিনে যোগদান করেছেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।
⍟২০১৩ ব্যাচের শারমিন মাহজাবিন
⍟২০১৪ ব্যাচের নাহিয়ান আশরাফ রাইদা
৬। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটিঃ
⍟মোঃ ইমরুল হাসান (২০০০ ব্যাচ), তিনি আইইউটির লেকচারের চাকরী ছেড়ে গুগলে গিয়েছেন।
⍟এস এম ফয়সাল (২০০১ ব্যাচ), তিনি ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন।
⍟সাদমান প্রতীক (২০১৪ ব্যাচ), তিনি বর্তমানে আয়ারল্যান্ডে জব করছেন।
৭। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েটঃ
⍟২০০১ ব্যাচের ফাইজুর রহমান
⍟২০০৭ ব্যাচের শিক্ষার্থী আক্কাস উদ্দীন জিসান
⍟২০১৪ ব্যাচের ইয়ামিন ইকবাল। তিনি তাইওয়ানে গুগলের অফিসে রয়েছেন।
৮। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েটঃ
⍟২০০৪ ব্যাচের আরমান সিদ্দিকী
⍟২০১০ ব্যাচের সাদ খান
⍟২০১০ ব্যাচের কাইদুল ইসলাম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের গুগলের যোগদান করেন।
৯। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, (AIUB):
⍟জাহিদ সবুর (AIUB): গুগলের বাংলাদেশীদের সর্বোচ্চ পর্যায়ে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন। ২০০৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে গুগলের ব্যাকেন্ড সিস্টেমে যোগদান করলেও বর্তমানে রয়েছে গুগলের সদর দপ্তরে।
১০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবিঃ
⍟সুমিত সাহা (২০১১ ব্যাচ), চবির একমাত্র শিক্ষার্থী যিনি গুগলে কাজ করেন।
১১। মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশব্বিদ্যালয়, মাভাবিপ্রবিঃ
⍟সাদিলি রিথম (২০১১ ব্যাচ), আয়ারল্যান্ডে কাজ করছেন তিনি।
এছাড়াও বহু মানুষ গুগলে কাজ করছেন আমাদের দেশ থেকে, তাদের নাম জানা নেই, আপনাদের জানা থাকলে প্রমাণ সহ আমাকে দিবেন, আমি আপডেট করে দেবো।

2 Comments

Previous Post Next Post