ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেসের জন্য যেসকল ডকুমেন্ট প্রয়োজন হবে!

 

ইতালির ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আনুমানিক যে ডকুমেন্টগুলো আপনার লাগতে পারে:

১. পাসপোর্ট

২. সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট

৩. IELTS/MOI সার্টিফিকেট

৪. TOLC/SAT(Bachelor)

৫. মোটিভেশন লেটার(এখানে জেনারেল মোটিভেশন লেটার লিখলে হবে না, যে সাবজেক্টে আপনি এপ্লাই করতেছেন, ওই সাবজেক্ট রিলেটেড মোটিভেশন লেটার লিখতে হবে)

৬. রিকমেন্ডেশন লেটার(এই লেটারটি আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর শেষ করেছেন, ওই ইউনিভার্সিটির ডিন এবং আরো দুইজন লেকচারের কাছ থেকে দুটি লেটার নিবে)

৭. CV(এখানে আপনি শট CV দিবেন না, বিস্তারিত CV দিবেন, আপনার জীবন বৃত্তান্ত সব কিছু উল্লেখ করে)

৮. প্রিভিয়াস স্টাডির সিলেবাস(কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে)

৯. ইমেইল এড্রেস

১০. জব এক্সপেরিয়েন্স লেটার(যদি থাকে)

১১. আউটডোর একটিভিটি সার্টিফিকেট(যদি থাকে)

১২. ইউনিভার্সিটি বেদে আপনার আরে কিছু এক্সট্রা ডকুমেন্ট দরকার হতে পারে, ভয় পাবেন না, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন |

Post a Comment

Previous Post Next Post