নোটারী কি?
নোটারী হচ্ছে আপনার ডকুমেন্টস এর সত্যতা যাচাইয়ের একটা পদ্ধতি (এটেস্টের মতই) ।তবে এটেস্টের সাথে এর পার্থক্য হল নোটারী করাতে হয় আইনজীবীর কাছ থেকে।
এটা শুধু সিল দিয়েই হয় না। লাল রাবার টাইপ রাউন্ড কাগজে নোটারী পাবলিকের ছাপসহ
ডকুমেন্টে আঠা দিয়ে লাগিয়ে দেয়।
নোটারি করাই উচিত।
২. আপনার নিকটস্থ কোর্টে যেয়ে নোটারী করেন এমন আইনজীবীর তলব করতে হবে।
এমনকি যত্ন করে লেমেনেটিং করানোও নিষিদ্ধ, হারাম।
যেখানে তিনি ইংরেজীতে ক্লেইম করবেন তিনি আপনার সব অরিজিনাল ডকুমেন্টস
দেখে নোটারী করেছেন। এবং সব ডকুমেন্টস একসাথে স্টেপল করে দিবেন।
কোথায় করা হয়?
১. সাধারণত কোনো আইনজীবী, যাঁদের নোটারি হিসেবে সনদ আছে, তাঁদের মাধ্যমেনোটারি করাই উচিত।
২. আপনার নিকটস্থ কোর্টে যেয়ে নোটারী করেন এমন আইনজীবীর তলব করতে হবে।
আইনজীবীর সাইনবোর্ডেই লিখা পাবেন নোটারী আইনজীবী।
কত টাকা খরচ হয়?
সাধারণত প্রতি ডকুমেন্টস ১৫-২০ টাকা। দামদর করে নিতে হবে। আমাকে এক আইনজীবী২৪ টা (তিন সেট) ডকুমেন্টস এর জন্য ১২০০ টাকা চেয়েছিলেন। পরে আরেকজন এর কাছ থেকে দামদর করে ৪৫০ টাকায় (প্রতি কপি ১৮-২০ টাকা ধরে) নোটারী করিয়েছি।
নোটারী কি অরিজিনাল কপি তে করতে হবে?
না না না। অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে। ভাল পেইজে (অফসেট), ফটোকপি করিয়ে নিবেন।অরিজিনাল ডকুমেন্টসে ভুলেও একটা আচড়ও পড়তে দিবেন না। এমনকি যত্ন করে লেমেনেটিং করানোও নিষিদ্ধ, হারাম।
নোটারী তে আসলে ডকুমেন্টসের উপর কি থাকবে?
আমারগুলাতে যা ছিল,
- Attested seen the original লিখা সিল
- Date এর সিল
- আইনজীবীর সিল
- লাল কাগজে নোটারীর লগো চাপ দেওয়া
যেখানে তিনি ইংরেজীতে ক্লেইম করবেন তিনি আপনার সব অরিজিনাল ডকুমেন্টস
দেখে নোটারী করেছেন। এবং সব ডকুমেন্টস একসাথে স্টেপল করে দিবেন।
কত দিন সময় লাগে?
- ৫-১০ মিনিট ।
কি কি নোটারী করব?
- সারটিফিকেটস
- ট্রান্সক্রিপ্টস
এজেন্সি থেকে করালে হবে না?
নোটারী তারাই করতে পারবেন যাদের নোটারি করার অনুমোদন আছে। এজেন্সি কার কাছে যেয়ে করিয়ে নিয়ে আসবে কে জানে?
তারপর তারাও লাভের একটা ভাগ নিয়ে আপনার খরচ বাড়িয়ে দিবে।
তারপর তারাও লাভের একটা ভাগ নিয়ে আপনার খরচ বাড়িয়ে দিবে।
বিঃদ্রঃ
নোটারী করার সময় ফটোকপির সাথে অরিজিনাল কপিও
নিয়ে যাবেন। কারণ আইনজীবী অরিজিনাল কপি দেখবে।
Tags:
শিক্ষা
