অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ সাথে মাসিক ১.৫ লক্ষ টাকার বৃত্তি ও বিমান ভাড়া!


অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি আরটিপি স্কলারশিপ!

প্রোগ্রাম: মাস্টার্স (২বছর মেয়াদী) 

ফ্লিন্ডার ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত, এটি ব্রিটিশ ন্যাভিগেটর ম্যাথিউ ফ্লিন্ডার্সের সম্মানে নামকরণ করা হয়েছিল, যিনি ১৯-শতকের গোড়ার দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা অন্বেষণ ও জরিপ করেছিলেন। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (এজিআরটিপিএস) (আন্তর্জাতিক) বিশেষভাবে ফ্লিন্ডার ইউনিভার্সিটিতে গবেষণার মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা করার উদ্দেশ্যে। 

★স্কলারশিপের আওতায় সুবিধাসমূহ:
১. বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য বাৎসরিক ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ১৮ লাখ বাংলাদেশি টাকা প্রদান করা হবে। 
৩. এছাড়াও চিকিৎসা ভাতা, বিমান ভাড়া এবং স্থানান্তর ফি এর সুবিধা প্রদান।

★আবেদন করবার যোগ্যতাসমূহ:
১. চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
২. যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
৩. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। 

★যে সকল বিষয়ে আবেদন করা যাবে:
1. Accounting 
2. Accounting and Finance
3. Accounting and Marketing
4. Archaeology and Heritage Management
5. Arts (International Development) 
6. Arts (International Relations)
7. Arts (International Relations in Economy and Trade) by coursework
8. Arts (Women's Studies)
9. Audiology
10. Biotechnology
11. Business
12. Business Administration
13. Business Administration/Health Administration
14. Business (by Research)
15. Clinical Education
16. Clinical Exercise Physiology
17. Clinical Rehabilitation
18. Clinical Rehabilitation (Neurological Physiotherapy)
19. Clinical Rehabilitation (Neurological Occupational Therapy)
20. Cognitive Behaviour Therapy
21. Data Science
22. Disability Policy and Practice 
23. Disability Policy and Practice 
24. Disaster Health Care
25. Engineering (Electrical and Electronic)
26. Engineering (Electronics) 
27. Engineering Management
28. Environmental Health
29. Environmental Management
30. Executive Master of Public Administration
31. Geospatial Information Science
32. Health Administration
33. Health Administration/Business Administration
34. Health and Clinical Research
35. Health and International Development
36. Hospital Administration 
37. Information Technology
38. Information Technology (Network and Cybersecurity Systems)
39. International Development 
40. Juris Doctor - JD
41. Language Studies 
42. Laws (by Research)
43. Laws (International Law and International Relations)
44. Leadership in Education
45. Maritime Archaeology
46. Medicine - Doctor of Medicine (MD) 
47. Midwifery
48. Nanotechnology
49. Nursing
50. Nurse Practitioner
51. Nutrition and Dietetics
52. Occupational Therapy
53. Palliative Care
54. Physiotherapy
55. Professional Psychology
56. Psychology (Clinical) 
57. Public Policy
58. Public Sector Management
59. Public Administration
60. Public Administration (Management)
61. Public Administration (Policy) 
62. Public Policy and Management 
63. Executive Master of Public Administration
64. Public Health
65. Remote and Indigenous Health
66. Science (Aquaculture)
67. Science (Chemistry)
68. Science (Groundwater Hydrology)
69. Science (Health Administration)
70. Science (Physics)
71. Science (Water Resources Management)
72. Screen and Media Production
73. Speech Pathology
74. Surgery (by Research)
75. Teaching (Early Childhood)
76. Theology (by Research)
77. Tourism and Events
78. Water Resources Management

★আবেদন করতে যা যা লাগবে:
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. একাডেমিক পেপারস।
৩. স্টেটমেন্ট অব পারপাস।
৪. রেফারেন্স লেটার দুইটি।
৫. আইএলটিএস স্কোর। 
৬. রিসার্চ প্রপোজাল (কোর্স বাই রিসার্চ প্রোগ্রামের জন্য)।
৭. আবেদনকারীর সিভি।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)। 
৯. ইউনিভার্সিটি আবেদন ফি ৭০ অস্ট্রেলিয়ান ডলার (অফেরতযোগ্য), যা প্রায় ৫ হাজার বাংলাদেশী টাকা। 

★আবেদন পদ্ধতি:
আবেদনকারীকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল শর্তাবলী মেনেই আবেদন করতে হবে।

★অ্যাপ্লিকেশন ডেডলাইন: ৫ই অগাস্ট, ২০২২। 
  
★ইউনিভার্সিটি লিঙ্ক: https://tinyurl.com/4w44esas

Post a Comment

Previous Post Next Post