IUT ভর্তি পরীক্ষা ২০২২ এর সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিন!

Islamic University of Technology Admission Test Circular-2022

এবারের IUT (Islamic University of Technology) BSc Engg & BBA ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। [MCQ : Math=35, Phy=35, Chem=15, Eng=15]


👉 IUT ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে

কিছু সাধারণ তথ্য জেনে নিই- 

💢 আবেদন ফি 1200 টাকা।

💢 আবেদনের সময়সীমাঃ 21March - 09April

💢 প্রবেশপত্র সংগ্রহের সময়সীমাঃ

 পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 May 10AM


👉 আসন সংখ্যা: IUT: 550 টি


✅ আবেদন যোগ্যতা:

IUT: SSC ও HSC প্রতিটিতে ন্যূনতম জিপিএ 4.50 এবং HSC তে Physics, Chemistry, Higher Math প্রতিটিতে 5.00 এবং English এ ন্যূনতম 4.00 থাকতে হবে। SSC-2017, 2018, 2019 এবং HSC-2020, 21 ব্যাচের শিক্ষার্থীরা আবেদনযোগ্য। শুধু মুসলিম শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।


✅ সিলেকশন পদ্ধতি:

IUT: SSC এবং HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট 5500 জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। (HSC GPA>HSC Math>HSC Phy>HSC Chem>HSC Eng..)


পরীক্ষার সিলেবাস: সংক্ষিপ্ত সিলেবাস।


✅ পরীক্ষার মানবন্টন:

IUT: BSc Eng and BBA(MCQ)- Physics=(35×1), Chemistry=(15×1), H.Math=(35×1), English=(15×1) করে মোট 100 নম্বর এবং THT(MCQ)- H.Math=(35×1), English & Communication=(35×1), IQ & GK=30 করে মোট 100 নম্বর; সময় ২ ঘন্টা।


✅ ফলাফল নির্ণয় পদ্ধতি:

শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।


👉 নেগেটিভ মার্কিং: IUT: 0.25


✅ ক্যালকুলেটর: আছে (নন-প্রোগ্রামেবল যেকোনো ক্যালকুলেটর)


👉 পরীক্ষার কেন্দ্র:

IUT=5 টি। (IUT, DUET, KUET, RUET, CUET)

সেকেন্ড টাইম: IUT: আছে


বি.দ্র- তবে Bachelor of THT ভর্তি পরীক্ষার সিলেবাস নির্দিষ্ট নয়।

MCQ Type (Math 35, English and Communication 35, Analytical Ability and General Knowledge 30.

Post a Comment

Previous Post Next Post