NATO (ন্যাটো) কি? ন্যাটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য!

NATO☄️

বর্তমান সময়ের একটি অতি আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের লিডিং অবস্থানে সহযোগিতামূলক সামরিক জোট হচ্ছে NATO যার পূর্ণাংগ রূপ হচ্ছে North Atlantic Treaty Organisation. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে অবশ্যই বেশ কিছু প্রশ্নের সম্মুখীণ হতেই হবে। জয়কলির ‘মাসিক তথ্যকণিকা’ বইটিতে যদিও NATO সম্পর্কিত তথ্যগুলো পাওয়া যাবে কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হলোঃ

🪐 ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।

🪐 আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য।

🪐 প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।

🪐 ন্যাটোর বর্তমান সদর দপ্তর যদিও বেলজিয়ামের ব্রাসেলসে, পূর্বে এর সদর দপ্তর ছিলো ফ্রান্সের প্যারিসে।

🪐 এই সামরিক জোটের এস্যোসিয়েট সদস্য দেশ রাশিয়া সদস্য নয়।

🪐 ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩০। সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া ২৭/০৩/২০২০ তারিখে।

🪐 ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। তিনি ১৯৪৯ সালে বলেন যে, "এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা এবং জার্মানদের দাবিয়ে রাখা"।

🪐 ন্যাটোর ৩০ সদস্য দেশ হলো— আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

🪐 ৪০টি নন-সদস্য দেশের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব।


Post a Comment

Previous Post Next Post