কীভাবে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI (Medium of Instruction) এর সনদ ?

আপনিও কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI এর সনদ নিতে চান? কীভেবে নিবেন এই MOI এর সনদ- তা নিয়ে কি আপনিও চিন্তিত?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সনদ হচ্ছে MOI এর সনদ। কেননা আপনি যদি IELTS এর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি একদম ফ্রি দেশী বিদেশি সব শিক্ষার্থীদের জন্য)। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। এর অন্যতম উদাহরণ হচ্ছে জার্মানী (অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)। তবে অনেকে আছেন যারা এই সম্পর্কে অবগত নয়। চলুন আজ জেনে নেই, MOI সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সনদ নেওয়ার নিয়মাবলি।

★ “MOI” আসলে কী?

MOI অর্থ হচ্ছে “Medium of Instruction”। সাধারণত প্রফেশনাল, ডিগ্রি, মাস্টার্স বা অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয়ে একটি অতিরিক্ত সনদ বা সার্টিফিকেট দিতে হয় সেটাই হল MOI। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী প্রতিবছর বাইরে পড়তে যায়।তবে যারা যাচ্ছে তাদের  তথ্য সেটা আমাদের অজানা।

★  কীভাবে MOI এর সনদ সংগ্রহ করবেন?

আপনি যখন বিভাগ থেকে MOI নিবেন সেখানে লেখা থাকতে হবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন বা করেছেন। তবে এই ক্ষেত্রে আপনার ফুল কোর্সের মিডিয়াম ইংরেজি হতে হবে। আপনি কনফিউশনে ভুগবেন না এই ভেবে যে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছেন বলে সেখান থেকেই সার্টিফিকেট আনতে হবে। তবে যদি আপনার ব্যাচেলর বা মাস্টার্স শেষ হয়ে যায় এবং অলরেডি আপনার হাতে মার্কস শীট বা সার্টিফিকেট চলে আসে (অথবা আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছেন, সামনে যে কোন সময়ে আপনার সার্টিফিকেট চলে আসবে) তাহলে আপনি চেষ্টা করবেন সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) থেকে MOI এর সনদ সংগ্রহ করার। এই সনদ আপনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিপার্টমেন্ট অথবা নিজের বিভাগ থেকে নিতে পারবেন। সাধারণত এই সনদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষর অথবা সহকারী রেজিস্টারের স্বাক্ষর বা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর অথবা ডিপার্টমেন্ট বা বিভাগের প্রধানের স্বাক্ষর থাকে।

বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বা বিভাগে নিজেদের ফরম্যাটে MOI এর ডেমো করা থাকে। তাই ভালোভাবে ডিপার্টমেন্টে বুঝিয়ে বললেই তারা MOI দিয়ে দেয়। তবে অনেক সময়ে ডিপার্টমেন্ট বা প্রফেসররা বলে কোন ডেমো নিয়ে আসতে যা দেখে তারা আপনার জন্য MOI তৈরি করবে। আবার অনেক সময়ে ঝামেলা না নিতে চাইলে বলে নিজে থেকে কি লেখতে হবে এমন MOI তৈরি করে নিয়ে আসতে তাহলে  ডিপার্টমেন্ট বা প্রফেসর তাতে স্বাক্ষর করে দিবে।

★ বিদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে শুধু MOI সনদ দিয়ে ভর্তি হওয়া যায়?

বাহিরের যে দেশে নিম্ন ও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পড়াশুনা করতে যায় সেটি হলো জার্মানী। কেননা জার্মানীতে টিউশন।  ফি নেই বললেই চলে। সেখানে এমন কিছু বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে শুধু MOI দিয়েই জার্মানীর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া যায়।চলুন জেনে নেই জার্মানীর এমন জনপ্রিয় ১০টি বিশ্ববিদ্যালয়ের নাম-

✅Hochschule Stralsund (University of Applied Sciences Stralsund)

✅University of Applied Sciences Cologne

✅University of Göttingen

✅University of Stuttgart

✅Munich University of Applied Sciences

✅TU Munich (Technical University of Munich)

✅LMU Munich (Ludwig Maximilian University of Munich)

✅Hochschule Trier (University of Applied Sciences Trier)

✅University of Siegen

✅University of Halle Wittenberg

এছাড়াও জার্মানীতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে যেখানে MOI সনদ গ্রহণ করা হয়। তবে এই সব বিশ্ববিদ্যালয়ে MOI দিয়ে আবেদন করা নাও যেতে পারে। আবার কিছু প্রোগ্রামে শক্তভাবে IELTS এর কথা লেখা থাকে। অনেক ক্ষেত্রে MOI দিয়ে আবেদন করা গেলেও তার সাথে জার্মান ভাষার সার্টিফিকেটের শর্ত দেওয়া থাকে।তবে ভিসা পেতে আইইএলটিএস 6.00 লাগবে এমন বিভিন্ন ধরণের শর্ত থাকতে পারে। তাই যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে এই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে রিসার্চ করবেন এবং শর্তসমূহ জেনে বুঝে সিদ্ধান্ত নিবেন।


Post a Comment

Previous Post Next Post