মানুষের সম্পর্কে ১০ টি অজানা তথ্য জেনে নিনঃ
◾১| মানুষের চোখ প্রায় ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।
◾২| আমাদের অনেকের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।
◾৩| জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।
◾৪| বাচ্চাদের প্রশ্নের শেষ থাকে না। এটা কি? কেন হলো? কীভাবে হলো? ইত্যাদি ইত্যাদি। একটি গবেষণায় দেখা যায়, গড়ে একটি শিশু দিনে ২০০-৪৫০ টির মত প্রশ্ন করে থাকে।
◾৫। দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।
◾৬| মানবদেহ প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে। তবে, এই সংখ্যা নিয়ে মত পার্থক্য আছে। 29 hatman house
◾৭| মানব শরীরে ৬০%-ই পানি দিয়ে গঠিত।
◾৮। আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার এরও বেশী বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।
◾৯। মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।
◾১০| প্রতিদিন একজন মানুষ ১০০ টা পর্যন্ত চুল হারান।
