বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (সংক্ষেপে বিইউপি) বাংলাদেশের ২৯তম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০০৮ সালে ঢাকার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয়। কিন্তু প্রতিষ্ঠার অল্প কয়েক বছরের মধ্যে বিইউপি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের লিস্টে জায়গা করে নিয়েছে।
আজকে আমরা বিউপির মেধাবী শিক্ষার্থী সুলতান কে নিয়ে কথা বলবো। বিইউপি থেকে ফেসবুকে জব পেয়েছেন তিনি।
বিইউপির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে বিশ্বসেরা 'মেটা'তে!
বলছি ব্যতিক্রম গল্পের পিছনের মানুষ হানজালাহ বিন সুলতান ভাইয়ের কথা। তিনি ২০১৬ সালে বিইউপি থেকে মার্কেটিং বিষয়ে নিয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি ২০২০ সাল পর্যন্ত পাঠাওয়ে বিজনেস ইন্টেলিজেন্স স্পেসিয়ালিস্ট হিসেবে কাজ করেন। এরপর ইউনিলিভার বাংলাদেশে কাজ করেছেন ২০২২ পর্যন্ত।
খুব সম্প্রতি তিনি বিশ্বসেরা মাল্টিনেশনাল কোম্পানি 'মেটা'র মার্কেট স্পেসিয়ালিস্ট হিসেবে অফার পেয়েছেন। অতি দ্রুত তিনি ফেইসবুকে (মেটা) অফিসে জয়েন করবেন।
বিইউপির শিক্ষার্থী সুলতান প্রমান করলেন বাংলাদেশ থেকে মার্কেটিং পড়েও ফেইসবুকের মতো টেক জায়ান্ট কোম্পানিতে জব পাওয়া যায়। কারণ বাংলাদেশের কম্পিউটার সায়েন্সের অনেক ছাত্র অনেক বছর ধরে বিভিন্ন টেক জায়ান্টে জব অফার পেতে দেখা গেলেও সাধারনত অন্য ডিপার্টমেন্ট থেকে জব অফার খুবই ব্যাতিক্রম।
