একইসাথে আমাজন,মাইক্রোসফট ও আইবিএম থেকে জব অফার পেয়েছেন নোবিপ্রবির আহমেদ কাওসার

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার নোয়াখালীর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ কাওসার জব অফার পেয়েছেন একইসাথে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জায়েন্ট কোম্পানি আমাজন,মাইক্রোসফট ও আইবিএম থেকে। তিনি নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি প্রেস ক্লাব।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহমেদ কাওসারকে অভিনন্দন জানিয়ে নোবিপ্রবি প্রেস ক্লাব লিখেন, নোবিপ্রবি থেকে বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুলোতে জবের অফার পেয়েছেন আহমেদ কাওসার। এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ফলিত গণিত বিভাগের জন্য বড় অর্জন।

যুক্তরাষ্ট্রের আমাজন এর হেড কোয়ার্টারের মেশিন লার্নিং শাখায় কাজ করার সুযোগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ কাওছার। অতি দ্রুত যুক্তরাষ্ট্রে গিয়ে জয়েন করবেন তিনি।

আমাজন (AMAZON) ছাড়াও আরো বড় ২টি জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট (Microsoft) ও আইবিএম (IBM) থেকেও কাজের সুযোগ পেয়েছেন নোবিপ্রবির এই মেধাবী শিক্ষার্থী। এর আগে তিনি স্প্রিঙ্গার আয়োজিত সম্মেলনে শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড পেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post