দক্ষিণ কোরিয়ায় পড়ার সুযোগ সাথে ১০ লক্ষ টাকার স্কলারশিপ!


দক্ষিণ কোরিয়া বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে ইউরোপ-আমেরিকার বাহিরের দেশ গুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া খুবই ভাল অবস্থানে আছে। এক সময়ে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ থেকে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে এই দেশ। দক্ষিণ কোরিয়ার শিক্ষার মান বিশ্বে খুবই ভাল অবস্থান ধরে রেখেছে। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে পড়ার সুযোগ রয়েছে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, চমৎকার আবহাওয়া ও পরিবেশ এবং উন্নত দেশ হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে দেশটিতে পড়ার আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সরকারি বৃত্তিসহ নানা ধরনের স্কলারশিপও দিয়ে থাকে।

এরমধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)। স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের ডিজিআইএসটি স্কলারশিপেরর আওতায় টিউশন ফি ও সকল খরচ বহন করবে।

তথ্য মতে, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ কোরিয়ান ওন দেবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি টাকায় এটি প্রায় সাড়ে ১০ লাখ টাকা। এ ছাড়া পিএইচডিতে ২ কোটি ২০ লাখ কোরিয়ান ওন বা প্রায় সাড়ে ১৫ লাখ টাকার স্কলারশিপ দেবে এই বিশ্ববিদ্যালয়।

স্নাতকোত্তরে আগ্রহী শিক্ষার্থীদের স্নাতকে ভালো ফল থাকতে হবে। আর পিএইচডির জন্য ভালো ফল থাকতে হবে স্নাতকোত্তরে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকার কথা বলা হয়েছে। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৮ এপ্রিল।

স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানতে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে। এ ছাড়া আবেদন করতে এখানে ক্লিক করুন

Post a Comment

Previous Post Next Post